ওয়েব ডেস্ক: আর ক’দিন পরই মোবাইল ব্যবহারকারীদের হাতে চলে আসবে রিলায়েন্স জিও-র ৪জি ফিচার ফোন। ফোনটি আদতে স্মার্টফোন না হলেও, স্মার্টফোনের অনেক সুবিধাই সেই ফোনে ব্যবহার করতে পারবেন। জিও-র ৪জি ফিচার ফোনকে টেক্কা দিতে এবার ময়দানে হাজির এয়ারটেলও । তারাও খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে ৪জি স্মার্টফোন ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, দীপাবলির আগেই বাজারে আসতে চলেছে এয়ারটেলের ৪জি স্মার্টফোন।প্রচুর ডেটা এবং ভয়েস কলিং পরিষেবার সঙ্গেই আসতে চলেছে ফোনটি। সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরুতেই লঞ্চ হতে পারে ফোনটি। শোনা যাচ্ছে এমনটাই।


কী কী থাকছে এয়ারটেলের ৪জি স্মার্টফোনে?
জানা গিয়েছে, এয়ারটেলের ৪জি স্মার্টফোনে থাকতে চলেছে, বড় ডিসপ্লে, উন্নত মানের ক্যামেরা, উন্নত মানের ব্যাটারি। ফোনটির দাম হতে পারে ২৫০০ টাকা।


লঞ্চ হল জিওনির নতুন স্মার্টফোন, জেনে নিন দাম-ফিচার্সসহ সব কিছু


ব্লু নয় এবার পিঙ্ক হোয়েল চ্যালেঞ্জ, আবার কি কোনও মৃত্যুর হাতছানি?