ওয়েব ডেস্ক: রিলায়েন্স জিও, ভোডাফোন, বিএসএনএল, আইডিয়া বাকি সমস্ত সার্ভিস প্রোভাইডরগুলো যেখানে ডেটা ট্যারিফের প্রতিযোগিতায় উঠে পড়ে লেগেছে, সেখানে অন্যদিক থেকে বাজিমাত্‌ করে দিল এয়ারটেল। ইন্টারন্যাশনাল ইনকামিং কলে রোমিং চার্জ ফ্রি করে দিল এয়ারটেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রিপেড, পোস্টপেড উভয় গ্রাহকের জন্যই এয়ারটেলের এই অফার প্রযোজ্য হবে। এবার আপনি দেশের বাইরে যেখানে খুশি ভ্রমণ করুন। ইনকামিং কলে এবং ডেটায় রোমিংয়ের কোনও চার্জ দিতে হবে না, যদি আপনি এয়ারটেলের গ্রাহক হন।


এছাড়া এয়ারটেল ইন্টারন্যাশনাল রোমিং প্যাক অফার দিচ্ছে ১ দিন, ৩০ দিন এবং ১০ দিনেরও। তবে যদি আপনি এয়ারটেলের গ্রাহক হন তবেই এ সমস্ত সুবিধাগুলো পাবেন।