ওয়েব ডেস্ক: আরও স্মার্ট হচ্ছে হোয়াটস অ্যাপ। রোজ রোজ নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে সোশ্যাল মিডিয়া ফেসবুক অন্তর্গত জনপ্রিয় এই মেসেজিং সাইটটি। মাত্র কয়েকদিন আগেই স্ট্যাটাস নামের একটি ফিচার্স এনেছে। ফের নতুন ফিচার্স নিয়ে আসতে চলেছে হোয়াটস অ্যাপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন যে ফিচার্সটি নিয়ে এসেছে হোয়াটস অ্যাপ, সেই ফিচার্সের মাধ্যমে এবার হোয়াটস অ্যাপ ব্যবহারকারী তাঁর চ্যাট বক্সে কতগুলি চ্যাট রয়েছে, কতগুলি ছবি রয়েছে তার একটি তালিকা পাবেন। হোয়াটস অ্যাপের এই ফিচার্সটি উইন্ডোজ ১০ মোবাইল এবং উইন্ডোজ ফোন ৮.১-এ পাওয়া যাচ্ছে।


শুধু এই ফিচার্সেই শেষ নয়। জানা গিয়েছে, ভবিষ্যতে হোয়াটস অ্যাপ ‘ভিডিও কনফারেন্স’ ফিচার্সও আনতে চলেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা দুই বা দুয়ের অধিক বন্ধুর সঙ্গে ভিডিও কনফারেন্সিং করতে পারবেন।