নিজস্ব প্রতিবেদন: Xiaomi, RealMe-র মতো চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলি যখন মধ্যবিত্তর নাগাল পেতে সস্তায় একাধিক আকর্ষণীয় ফিচার দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তখন জলের দরে 4G স্মার্টফোন লঞ্চ করল একেবারে খাঁটি ভারতীয় সংস্থা LAVA। LAVA-র নতুন এই 4G স্মার্টফোনের নাম LAVA Z40। ব্ল্যাক আর গোল্ড— এই দু’টি রঙে পাওয়া যাবে এই ফোন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক LAVA-র নতুন 4G স্মার্টফোন LAVA Z40-এর স্পেসিফিকেশন...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LAVA Z40-এর স্পেসিফিকেশন:


১) ৪ ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৫৬ শতাংশেরও বেশি। রয়েছে কর্নিং গোরিলা গ্লাস।


২) এই ফোনে রয়েছে ১ জিবি RAM + ৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা MicroSD কার্ডের সাহায্যে বাড়িয়ে নেওয়া যাবে।


আরও পড়ুন: Jio-কে টেক্কা দিতে ২৫ শতাংশ ‘ক্যাশ ব্যাক’ দিচ্ছে BSNL!


৩) Android ৮.১ Oreo অপারেটিং সিস্টেমের সঙ্গে রয়েছে Unisoc SC9832E চিপসেট।


৪) ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা আর সঙ্গেই রয়েছে ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দু’টি ক্যামেরার সঙ্গেই রয়েছে LED ফ্ল্যাশ।


৫) এই ফোনে থাকছে ২,২৫০ mAh-এর রিমুভেবল ব্যাটারি। এর সঙ্গেই কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।


LAVA Z40 এর দাম ৩,৪৯৯ টাকা।