নিজেস্ব প্রতিবেদন: ১১ ফেব্রুয়ারি Xiaomi লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টফোন Redmi 8A Dual। যারা এক হাতে ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ফোনের পেছনে ব্যবহার করা হয়েছে বিশেষ টেক্সচার্ড ডিজাইন যার ফলে এই ফোন হাত থেকে চট করে পরবে না। এছাড়াও এই ফোনে থাকবে অনেক সুবিধা। তাহলে দেখে নিন Redmi 8A Dual-এর দাম ও স্পেশিফিকেশন...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Redmi 8A Dual-এর দাম আর স্পেশিফিকেশন:


১) এই ফোনে থাকছে একটি ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ও ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা ।


২) ছবি তোলার জন্য Redmi 8A Dual-এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সঙ্গে থাকছে  ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর ও এলইডি ফ্ল্যাশ। এবং সেলফি তোলার জন্য থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করা যাবে ফোনের ফেস আনলক হিসাবেও।


৩) এই ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon ৪৩৯ চিপসেট, ৩ জিবি পর্যন্ত RAM আর ৩২ জিবি স্টোরেজ।


৪) Redmi 8A Dual-এ Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিনও চলবে।


আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে বাজারে আসতে চলেছে Oppo Reno 3! শুরু হয়ে গিয়েছে প্রিবুকিং


মিডনাইট গ্রে, সি ব্লু ও স্কাই হোয়াইট রঙে পাওয়া যাবে এই ফোন। ১৮ ফেব্রুয়ারি থেকে এই ফোন মিলবে Amazon.in ও  Mi.com-এ।