ওয়েব ডেস্ক: অবশেষে সরকারিভাবে লঞ্চ হল 'অ্যান্ড্রয়েড এইট'। ওরিয়ো বিস্কুটের নাম অনুসারে গুগল এই অত্যাধুনিক এবং সাম্প্রতিকতম আন্ড্রয়েড ভার্সনের নাম রেখেছে, 'অ্যান্ড্রয়েড ওরিয়ো'। অনেকে আবার এই ভার্সনকে বলছেন 'অ্যান্ড্রয়েড এইট-ওরিয়ো ভার্সন'। ন্যাবিস্কোর সঙ্গে গাঁটছড়া বাঁধার কারণেই গুগল এমন নামকরণ করেছে তাদের  সাম্প্রতিকতম আন্ড্রয়েড ভার্সনের, এমনই দাবি 'ইন্ডিয়া টুডে'র। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজেদের ফোনকে 'অ্যান্ড্রয়েড ওরিয়ো'তে আপডেট করিয়ে নিতে পারবেন বলেই সূত্রের খবর। আপনি নিশ্চয়ই নিজের স্মার্টফোনে 'অ্যান্ড্রয়েড এইট-ওরিয়ো ভার্সন' চান? তাহলে জেনে নিন কোন কোন ফোনে সাপোর্ট করবে 'অ্যান্ড্রয়েড ও'? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুগল পিক্সলে, নেক্সাস
দ্য গুগল পিক্সেল, পিক্সলে এক্স এল, নেক্সাস ৫ এক্স, নেক্সাস প্লেয়ার, পিক্সেল সি ট্যাবলেট 


নোকিয়া
নোকিয়া ৩, নোকিয়া ৫, নোকিয়া ৬ 


ওয়ান প্লাস 
ওয়ান প্লাস থ্রি, ওয়ান প্লাস থ্রি টি, ওয়ান প্লাস বফাইভ


এইচটিসি (HTC)
এইচটিসি ১০, এইচটিসি ১০ ইভো, এইচটিসি ১০ প্রো, এইচটিসি ডিজায়ার 


আসুস (ASUS)
জেন ফোন ফোর সিরিজের সব স্মার্টফোনেই সাপোর্ট করবে 'অ্যান্ড্রয়েড এইট-ওরিয়ো ভার্সন' 
জেন ফোন ফোর, জেন ফোন ফোর প্রো, জেন ফোন ফোর ম্যাক্স, জেন ফোন থ্রি, জেন ফোন থ্রি ম্যাক্স


স্যামসাং
স্যামসাং গ্যালাক্সি এসএইট, স্যামসাং গ্যালাক্সি এসএইট+, স্যামসাং গ্যালাক্সি এস সেভেন, স্যামসাং গ্যালাক্সি এস সেভেন এজ, গ্যালাক্সি নোট, গ্যালাক্সি ট্যাবলেট