ওয়েব ডেস্কঃ হাত থেকে পরে ভেঙে গিয়েছে ফোনের স্ক্রিন। অথবা কাজ করছে নে কি প্যাড। কিংবা নষ্ট হয়ে গিয়েছে ক্যামেরা। ভেঙে যাওয়া স্ক্রিন বদলাতে বা কি পালটাতে যা খরচ তা দিয়ে নতুন ফোন কেনা হয়ে যাবে। অগত্যা পুরনো ফোন বেচে দিয়ে ন্তুন ফোন কেনা ছাড়া আর উপায় নেই। কিন্তু এই সমস্যার সমাধান নিয়ে এসেছে অ্যাপল। নষ্ট হয়ে যাওয়া ফোনের যেসব পার্ট ব্যবহার করা যাবে তা বিক্রি করে দেওয়া যাবে অয়ালের স্টোরে অথবা সেই দাম বাদ দিয়ে দেওয়া হবে নতুন ফোন থেকে। তবে এই অফার শুধু আইফোন ফাইভ এস, আইফোন সিক্স এবং আইফোন সিক্স প্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য।


এছাড়াও আইফোন আনছে আরেকটি নতুন অফার। বাইরে থেকে কেনা স্ক্রিন প্রোটেক্টর কখনই অ্যাপেলের অফিসিয়াল স্টোরে ইনস্টল করে দেওয়া হতো না। কিন্তু এবার থেকে তা করে দেওয়া হবে। আর এই কাজ করতে গিয়ে স্ক্রিনের কোনও ক্ষতি হলে সম্পূর্ণ বিনামূল্যে নতুন প্রোটেক্টর ইনস্টল করে দেওয়া হবে।