নিজস্ব প্রতিবেদন: বছরের শুরুতেই খুশির খবর ‘টেকস্যাভি’দের জন্য। সস্তায় মিলবে আইফোন। দাম শুরু মাত্র ৩৯৯ ডলার থেকে। চলতি বছরে মার্চ মাস নাগাদ করে লঞ্চ করতে চলেছে iPhone SE2। মনে করা হচ্ছে iPhone 8-এর মতো দেখতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

iPhone SE2-এর স্পেসিফিকেশন:


১) এই ফোনে থাকছে ৪.৭ ইঞ্চি ফুল এলসিডি সুপার ডিসপ্লে।


২) এই ফোনে ৩ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে।


৩) এই ফোনে রয়েছে A13 বায়োনিক চিপসেট।


৪) ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা (প্রাইমারি সেন্সার) আর ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।


আরও পড়ুন: লঞ্চ হল Samsung Galaxy Note 10 Lite! রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা


৫) ধূসর, লাল, এবং সিলভার রঙে পাওয়া যাবে এই ফোন।


৬) এই ফোনে থাকছে ১,৭০০ mAh-এর ব্যাটারি।


৭) iPhone SE2-এর দাম শুরু (৩ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ) ৩৯৯ ডলার, ভরতীয় মুদ্রায় যা প্রায় ২৮,০০০ টাকা।