ওয়েব ডেস্ক: কম খরচে শুধুমাত্র ডেটা প্যাক ব্যবহার করেই এবার ফোন, মেসেজ, ইন্টারনেট সব হাতের মুঠোয়। আর এখন সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় থাকা তো চাই-ই চাই। ফেসবুক, হোয়াটস অ্যাপ, ট্যুইটার, ইনস্টাগ্রাম। তবে হোয়াটস অ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপ এসে যেমন এসএমএস করার খরচ কমিয়ে দিয়েছে, তেমনই মেসেজ পাঠানো এখন আরও মজাদার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন হ্যাকারদের হাত থেকে স্মার্টফোন বাঁচানোর ৫ উপায়


গ্রাহকদের মনোরঞ্জন করতে হোয়াটস অ্যাপ টিম রোজ রোজ নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে। তবে আপনি কি আপনার হোয়াটস অ্যাপ আপডেট করেছেন? নাকি এখনও পুরনো হোয়াটস অ্যাপই ব্যবহার করে চলেছেন? তাহলে এখনই আপডেট করে নিন। কারণ, আপডেটেড হোয়াটস অ্যাপে আপনি পেয়ে যাবেন নতুন নতুন দারুন সমস্ত ফিচার্স। দেখে নিন কী কী সেই ফিচার্স-


১) ভয়েস মেল- এবার হোয়াটস অ্যাপে ভয়েস মেলও করতে পারবেন। যদি কখনও আপনি হোয়াটস অ্যাপ কল কেউ রিজেক্ট করে দেয় তাহলে আপনার কাছে সুবিধা থাকবে ভয়েস মেল পাঠানোর।


২) বোল্ড ইমোজি- ফেসবুকের মতো হোয়াটস অ্যাপেও মেসেজের টেক্সটের ধরন বদলাতে পারবেন।


আরও পড়ুন এই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন


৩) ফেসবুকে নিজের ফোন নম্বর শেয়ার করা