নিজস্ব প্রতিবেদন: স্ট্রেস বাস্টার হিসাবে যুবদের কাছে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে ফিজেট স্পিনার। নানা রঙে নানা মাপে বাজারে ছেয়ে গিয়েছে ছোট্ট এই 'যন্ত্র'। দাম কমতে হাতে হাতে ঘুরছে ফিজেট স্পিনার। তাই বলে মহাকাশেও?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - পৃথিবীর দিকে ধেয়ে আসছে কক্ষচ্যুত গ্রহাণু, জানালেন বিজ্ঞানীরা


পদার্থ বিজ্ঞানের বিষ্ময় এই যন্ত্র পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। মহাকাশচারী স্কট কেলিকে সম্প্রতি ফিজেট স্পিনার দেখা যাচ্ছে  নাসার একটি ভিডিওতে। নানা ভাবে ফিজেট স্পিনার ঘুরিয়ে দেখাচ্ছেন তিনি। মার্ধাকর্ষণহীন স্থানে নিউটনিয় বলবিদ্যা কী ভাবে কাজ করে তার প্রকৃষ্ঠ হতে পারে এই ভিডিও। 


দেখুন সেই ভিডিও ...