নিজস্ব প্রতিবেদন: আগামী রবিবার, ডিসেম্বর থেকেই ভারতের সব টেলিকম নেটওয়ার্কেই বাড়ছে ট্যারিফ। Vodafone, Airtel-এর পর সবকটি প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে Reliance Jio। অর্থাৎ, ডিসেম্বর থেকে নিজেদের সবকটি প্ল্যানের দামই বাড়াচ্ছে Jio। তবে একটা কৌশল কাজে লাগিয়ে পুরনো ট্যারিফেই পরিষেবা পেতে পারেন আপনি। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১ ডিসেম্বর থেকে সবকটি প্ল্যানের দামই বাড়াচ্ছে Jio। কিন্তু তার আগেই রিচার্জ করে নিতে পারেন পুরনো দামেই। এই অ্যাডভান্স রিচার্জকে ‘কিউ রিচার্জ’ বলা হচ্ছে। এই ‘কিউ রিচার্জ’-এ বর্তমান রিচার্জের মেয়াদ শেষ হলে তবেই নতুন রিচার্জ কার্যকর হবে। আসুন জেনে নেওয়া যাক এর জন্য Jio গ্রাহকদের ঠিক কী করতে হবে।


‘কিউ রিচার্জ’-এর পদ্ধতি:


১) স্মার্টফোনে থাকা ‘My Jio’ অ্যাপ ওপেন করুন।


২) এর পর ‘My Account’ সেকশনে গিয়ে ‘ভিউ ডিটেলস’-এ ক্লিক করে Jio রিচার্জ প্ল্যানগুলি দেখে নিন।


৩) বেছে নিন আপনার পছন্দের প্ল্যানটি। এখানে আপনার বর্তমানে ‘অ্যাকটিভ’ প্ল্যানটি দেখাবে।


আরও পড়ুন: শীঘ্রই বাজারে আসছে 5G নেটওয়ার্ক সাপোর্ট-সহ Realme X50!


৪) ‘কিউ রিচার্জ’ অ্যাকটিভ করতে ‘অ্যাক্টিভেট’ অপশনে ক্লিক করতে হবে।


৫) এ বার একটি পপ-আপ আসবে। পপ-আপ মেসেজ দেখে প্ল্যানের অ্যাক্টিভেশন কনফার্ম করলে নতুন রিচার্জ অ্যাক্টিভেট হয়ে যাবে যা বর্তমান রিচার্জের মেয়াদ শেষ হলে তবেই চালু বা কার্যকর হবে।