নিজস্ব প্রতিবেদন: হাতে ব্র্যান্ডেড স্মার্টফোন থাকলেও, আইফোন একটা আলাদা নেশার মতো। যা আমাদের অনেকেরই রয়েছে। কিন্তু সাধ্যের বাইরে দাম হওয়ার জন্য সবাই আর আইফোন মুখো হন না। বিশেষ করে তাঁদের জন্য সুখবর। এবার সাধ্যের মধ্যে ডাউন পেমেন্ট দিয়ে কিনে ফেলতে পারবেন আপনার সাধের আইফোন ৭।


আপডেট করলেই পাবেন হোয়াটস অ্যাপের দারুণ সমস্ত ফিচার্স


সোমবার অনলাইন স্টোর চালু করেছে ভারতী এয়ারটেল। এয়ারটেলের এই অনলাইন স্টোরেই আপনি দারুণ অফারে পেয়ে যাবেন আইফোন ৭। ৩২ জিবির এই ফোনটি পেতে গেলে আপনাকে ৭,৭৭৭ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। তার সঙ্গে প্রতি মাসে ২,৪৯৯ টাকা করে ২৪ মাস ইনস্টলমেন্ট দিতে হবে। এরই সঙ্গে আপনি পেয়ে যাবেন এয়ারটেলের পোস্টপেড প্ল্যান। এই প্ল্যানে থাকছে ৩০ জিবি ডেটা এবং আনলিমিটেড লোকাল, এসটিডি এবং ন্যাশনাল রোমিংয়ের সুবিধা। সারা দেশে ২১টি শহরে এই অনলাইন স্টোর চালু করেছে এয়ারটেল।


৯০ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের অফার ভোডাফোনের