ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষে BSNL দিচ্ছে দারুণ অফার । BSNL ই প্রথম সার্ভিস প্রোভাইডর, যারা ২০১৫ সালে ১৫ জিন ন্যাশনাল রোমিং ফ্রি করে দিয়েছিল। এবারও ১৫ আগস্ট থেকে ন্যাশনাল রোমিংয়ে গ্রাহকেরা ভয়েস, এসএমএস, স্পেশাল ট্যারিফ ভাউচার, এবং কম্বো ভাউচারের সুবিধা পাবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একদিকে যখন চারিদিকে জিও ঝড় চলছে, তক জিওকে টেক্কা দিতে স্বাধীনতা দিবসে দারুণ অফার নিয়ে এসে হাজির BSNL । এই অফারে প্রধাণত যাঁরা নিয়মিত ভ্রমণ করেন, তাঁরা উপকৃত হবেন। বিশেষ করে জওয়ান এবং সাংবাদিকরা এই অফারে উপকৃত হবেন বলে মনে করছে BSNL ।


এয়ারটেল ব্যবহার করে বিল এল ১.৮৬ লক্ষ টাকা!