নিজস্ব প্রতিবেদন: জিওকে টেক্কা দিতে গাঁটছড়া বেঁধে ফোন আনছে বিএসএনএল এবং মাইক্রোম্যাক্স। 'ভারত-১' নামে ওই ফোনের দাম ২,২২০ টাকা। এর সঙ্গে ৯৭ টাকার রিচার্জে বিএসএনএল ব্যবহারকারীরা পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ সঙ্গে আনলিমিটেড ফোন কল। রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল 'ভারত-১' লঞ্চ হচ্ছে দিওয়ালিতেই। সূত্রের খবর, আগামী শুরবার (২০ অক্টোবর) থেকেই এই মোবাইল ফোন কিনতে পারবেন গ্রাহকরা।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


'দেশ কা ফোর জি ফোন', ভারত ১-এর ফিচার্স:
- 4G VoLTE
- কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর
- ২ মেগাপিক্সেল ক্যামেরা (ফ্রন্ট ক্যামেরা ভিজিএ)
- ২০০০ mAh ব্যাটারি 
- ডুয়াল সিম
- ২২টি ভাষায় ব্যবহার করা যাবে ভারত ১- ফোর জি ফোন
- একই সঙ্গে ১০০টি টেলিভশন চ্যানেলও দেখা যাবে এই ফোনে



মাইক্রোম্যাক্সের যুগ্ম-প্রতিষ্ঠাতা রাহুল শর্মা আশ্বাস দিয়েছেন, গ্রাহক এই ফোনে প্রচুর গান এবং ভিডিও রাখতে পারবেন। একই সঙ্গে ৯৭ টাকার রিচার্জে ডেটা মিলবে অফুরান ডেটা। উল্লেখ্য, যেখানে জিও ফোনে আনলিমিটেড ভয়েস কল পেতে গ্রাহকদের খরচ করতে হয় ১৫৩ টাকা, সেখানে একই পরিষেবা বিএসএনএল দিচ্ছে আরও ৫৬ টাকা কম মূল্যে। 


আরও পড়ুন- ২৫% দাম বাড়তে পারে জিও পরিষেবার!