ওয়েব ডেস্ক: কর্পোরেট ই-মেল সার্ভিসকে আরও সহজলভ্য করতে রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল নিয়ে এল আকর্ষণীয় পরিষেবা। ১ জিবি 'ইন্টারনেট স্পেস' কিনতে একজন বিএসএনএল গ্রাহককে প্রতিদিনের হিসেবে খরচ করতে হবে মাত্র ১ টাকা। অর্থাৎ গোটা বছরে যত খুশি কর্পোরেট ই-মেল সার্ভিস পেতে খরচ করতে হবে ৩৬৫ টাকা। ইনফোসিসের সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই পরিষেবা নিয়ে আনল ভারত সঞ্চার নিগম লিমিটেড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিএসএনএল এন্টারপ্রাইজ বিজনেসের ডিরেক্টর এনকে মেহতা জানিয়েছেন, "আমাদের ই-মেল পরিষেবা বাকি ই-মেল পরিষেবা প্রদানকারীদের থেকে অনেক বেশি সুরক্ষিত। যার অ্যাকাউন্ট, কেবলমাত্র তিনিই ডেটার রক্ষণাবেক্ষণের সুযোগ পাবেন, অন্য কেউই এই ই-মেল সার্ভিসে কোনওভাবেই ঢুকতে পারবে না। গোটা ই-মেল পরিষেবাটির যাবতীয় যা কিছু কর্মকাণ্ড হবে, তা হবে কেবল বিএসএনএল নেটওয়ার্কেই। গ্রাহকদের সব থেকে বেশি ইন্টারনেট স্পিড দেওয়ার চেষ্টা করব আমরা"। মূলত ডেটা সুরক্ষা এবং 'গোপনীয়তা' এই দুইয়ের ওপরেই বেশি নজর দিচ্ছে বিএসএনএল। অনেকেই মনে করছে, রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল এই পরিষেবা নিয়ে এসে 'গোপনীয়তা' ইস্যুতে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল গুগ্‌ল এবং আউটলুকের মত বিশ্বখ্যাত সংস্থাগুলোকে।  


এই পরিষেবা পেতে হলে একজন বিএসএনএল গ্রাহককে কী করতে হবে? 


- প্রথমে ৯৯৯ টাকা দিয়ে বিএসএনএল নেটওয়ার্কে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
- সেই অ্যাকাউন্টে এক বছরে ১ জিবি পর্যন্ত ইন্টারনেট স্পেস ব্যবহার করতে অগ্রিম দিতে হবে ৩৬৫ টাকা।  
- কোনও গ্রাহক ১ জিবির বেশি 'ইন্টারনেট স্পেস' ব্যবহার করতে চাইলে তাকে আলাদা করে সেটা কিনতে হবে। 
-  ৫ জিবি 'ইন্টারনেট স্পেসে'র দাম ধার্য করা হয়েছে ৫০০ টাকা।