গ্রাহকদের জন্য BSNL-র দারুণ পরিষেবা
ভারত সঞ্চার নিগম লিমিটেড এবার গ্রাহকদের জন্য নতুন পরিষেবা চালু করতে চলেছে। গ্রাহকদের ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার জন্য এবার তারা লোকাল কেবল নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে যুক্ত হচ্ছে।
ওয়েব ডেস্ক: ভারত সঞ্চার নিগম লিমিটেড এবার গ্রাহকদের জন্য নতুন পরিষেবা চালু করতে চলেছে। গ্রাহকদের ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার জন্য এবার তারা লোকাল কেবল নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে যুক্ত হচ্ছে।
তবে BSNL-র এই পরিষেবা পাবেন তেলেঙ্গানার গ্রাহকেরা। এই প্রসঙ্গে BSNL-র এপি সার্কেল চিফ জেনারেল ম্যানেজার এল.অনন্থরাম জানিয়েছেন যে, ওয়ারেঙ্গেল জেলার কিছু লোকাল কেবল অপারেটরদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছে BSNL। মে মাসের মধ্যে আরও বেশি সংখ্যক লোকাল কেবল অপারেটরদের সঙ্গে যুক্ত হতে পারা যাবে বলে আশা করা যাচ্ছে।
তিনি আরও জানাচ্ছেন যে, কেবল অপারেটরদের মাধ্যমে কেবল পরিষেবা দেয় BSNL। এবার কেবল টেলিভিশন, ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড এবং ভয়েস কলেরও পরিষেবা পাবেন গ্রাহকেরা।