নিজস্ব প্রতিবেদন: নিজেদের একাধিক জনপ্রিয় স্মার্টফোনে ৩,০০০ টাকা থেকে ১৩,০০০ টাকা পর্যন্ত বড়সড় ছাড় দিচ্ছে Vivo। আর এই আকর্ষনীয় ছাড় পেতে হলে ক্লিক করুন Amazon.in-এ। কারণ, Amazon-এ চলছে Vivo Carnival Sale।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Vivo Carnival Sale-এ HDFC ব্যাঙ্ক ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় মিলবে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় আর HDFC ব্যাঙ্ক ক্রেডিড কার্ডের ইএমআই-এ (EMI) অতিরিক্ত ৫ শতাংশ ছাড় পেয়ে যাবেন ক্রেতারা। এর সঙ্গে ‘নো কস্ট ইএমআই’-এর বাড়তি সুবিধা দিচ্ছে Amazon। এই সেল চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।


আরও পড়ুন: চাবি এখন অতীত! এ বার গাড়ি চলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে!


এ বার এক নজরে দেখে নেওয়া যাক Vivo-র কোন স্মার্টফোনে কত ছাড় মিলছে...


• Vivo Y95 আর Vivo Y93 স্মার্টফোনে এক্সচেঞ্জের ক্ষেত্রে ২,০০০ টাকা এবং Vivo Y83 Pro স্মার্টফোনে এক্সচেঞ্জের ক্ষেত্রে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।


• ১৯,৯৯০ টাকার Vivo V9 Pro (৬ জিবি RAM, ৬৪ জিবি ROM) Vivo Carnival Sale-এ ১৭,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে এক্সচেঞ্জে আরও ৪,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন ক্রেতারা।


• Vivo V11 আর Vivo V11 Pro স্মার্টফোনে এক্সচেঞ্জের ক্ষেত্রে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।


• ৪৭,৯৯০ টাকার Vivo Nex (৮ জিবি RAM, ১২৮ জিবি ROM, পপ আপ সেলফি ক্যামেরা) ফোনের দাম কমে হয়েছে ৩৯,৯৯০ টাকা। এর সঙ্গে এক্সচেঞ্জে আরও ৫,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন ক্রেতারা।


তাহলে আর দেরি না করে জলের দরে চটপট কিনে ফেলুন আপনার পছন্দের Vivo স্মার্টফোন।