ওয়েব ডেস্ক: যখন কোনও কিছু বিনামূল্যে পাওয়া যায়, তখন তার থেকে বেশি খুশির আর কিছু হয় না। আপনি, আমি, আমরা প্রত্যেকেই বিনামূল্যে জিনিস পেতে ভালোবাসি। তাই তো কোনও জিনিসের সঙ্গে কিছু ফ্রি থাকলে, সেই জিনিসটাই আগে কিনি। তবে এবার বিষয়টা একটু আলাদা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে কী বললেন সলমন খান?


ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য সুখবর। HP ল্যাপটপ ব্যবহারকারীদের দিচ্ছে দারুন সুযোগ। HP India জানিয়েছে যে, তাদের নোটবুক গ্রাহকদের জন্য ৫০দিনের একটি দারুন অফার রয়েছে। এই অফারে আপনাকে কোনও ডাউন পেমেন্ট করতে হবে না। আরও খুশির কথা যে, এই অফারে EMI তে কোনও ইন্টারেস্ট দিতে হবে না। গ্রাহকেরা এই বছর অর্থাত্‌ ২০১৬তে HP-র নোটবুক কিনুন। আর আগামি বছর অর্থাত্‌ ২০১৭ এর জানুয়ারি থেকে EMI দিন।


HP-র নোটবুকের দাম ২৩ হাজার ১৯০ টাকা। সারা দেশে ১ হাজার ১০০টি স্টোরে এই নোটবুক পাওয়া যাবে। HP-র এই অফার চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।


আরও পড়ুন নোট সমস্যায় জর্জরিত রোগীদের বিনামূল্যে চিকিত্‌সা করাচ্ছে এই হাসপাতাল