নিজস্ব প্রতিবেদন: ২০১৮-র অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছিল এই ফোনটি। এ বার ভারতে বিক্রি শুরু হয়েছে LG-র নতুন স্মার্টফোন V40 ThinQ। আর শুরুতেই ফোনের দামে মিলছে প্রায় ১০ হাজার টাকার ছাড়! এর সঙ্গে HDFC-র ক্রেডিট বা ডেবিট কার্ড গ্রাহকরা এই ফোনটি কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পেয়ে যাবেন। কী ভাবে? আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক নজরে LG V40 ThinQ-এর স্পেসিফিকেশন:


১) ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে।


২) ৬ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা microSD কার্ডের মাধ্যমে ২ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।


৩) Android ৮.১ (Oreo) অপারেটিং সিস্টেম আর Snapdragon ৮৪৫ চিপসেট।


আরও পড়ুন: স্মার্টফোনের বাজার ধরতে ফের ফিরছে Moto Razr!


৪) ছবি তোলার জন্য LG V40 ThinQ-এ রয়েছে মোট পাঁচটি ক্যামেরা। এর মধ্যে তিনটি রিয়ার ক্যামেরা (১২ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল) আর দু’টি সেলফি ক্যামেরা ((৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল)।


৫) LG V40 ThinQ-এর ওজন মাত্র ১৬৯ গ্রাম।


৬) এই ফোনে থাকছে ৩,৩০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি আর কানেক্টিভিটির জন্য রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 LE, GPS, NFC, USB Type-C আর 3.5 মিমি হেডফোন জ্যাক।


৭) ভারতে LG V40 ThinQ এর দাম ৬০,০০০ টাকা। তবে Amazon-এ ৪৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনটি। এর সঙ্গে HDFC-র ক্রেডিট বা ডেবিট কার্ড গ্রাহকরা এই ফোনটি কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পেয়ে যাবেন।