চাঁদের আরও কাছে পৌঁছাল চন্দ্রযান-২! আর মাত্র ১১ দিনের অপেক্ষা
ইসরো সূত্রে খবর, প্রায় ১১৯০ সেকেন্ড ধরে চলে এই অবস্থান পরিবর্তন পর্ব।
নিজস্ব প্রতিবেদন: গত সপ্তাহে চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-২। এর পর দুটি ধাপে কমানো হয়েছে কক্ষপথের দূরত্ব। বুধবার চাঁদের কক্ষপথে তৃতীয় বার জ্বলে উঠল চন্দ্রযান-২-এর ইঞ্জিন। চাঁদের আরও কাছে এগিয়ে গেল ভারতের দ্বিতীয় চন্দ্রযান। সব কিছু পরিকল্পনামাফিক চললে আর মাত্র ১১ দিন পরেই চাঁদের মাটি ছোঁবে ভারত।
বুধবার সকাল ৯টা ৪ মিনিটে জ্বলে ওঠে চন্দ্রযান-২-এর প্রপালশান সিস্টেম। ইসরো সূত্রে খবর প্রায় ১১৯০ সেকেন্ড ধরে চলে অবস্থান পরিবর্তন। গত সপ্তাহে দ্বিতীয় ম্যানুভারের পর কক্ষপথের দূরত্ব ছিল ১১৮ x ৪৪১২ কিলোমিটার। আজকের ম্যানুভারের ফলে ১৭৯ x ১৪১২ কিমি কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান-২।
ইসরো সূত্রে জানানো হয়, চন্দ্রযান-২-এর সমস্ত যন্ত্রাংশ সঠিকভাবে কাজ করছে। এর পর আবার আগামী শুক্রবার কক্ষপথের দূরত্ব কমানো হবে। শুক্রবারের লুনার বার্ন সফল হলে আর মাত্র এক ধাপ এগোতে হবে চন্দ্রযান-২-এর অর্বিটারকে। চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দুরত্বে স্থাপন করা হবে অর্বিটারকে।
আরও পড়ুন: ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষণ দেবে রাশিয়া
এর পরেই চন্দ্রযান-২-এর অর্বিটার থেকে বিছিন্ন হবে ল্যান্ডার বিক্রম। বিছিন্ন হওয়ার পর ৩০কিমি X ১০০কিমি কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করবে ল্যান্ডারটি। ৭ সেপ্টেম্বর রাত ২টো ৫৮ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে বিক্রম। রকেটের মাধ্যমে ধীরে ধীরে চাঁদের মাটিতে নেমে আসবে বিক্রম। এর পরেই বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান।