নিজস্ব প্রতিবেদন : শেষ পর্যায়ে কক্ষপথ বদলের যাত্রা। চাঁদের কক্ষপথে প্রবেশের করতে আর বেশি দেরি নেই চন্দ্রযান-২-এর। প্রায় ৬ দিনব্যাপী 'ট্রান্স-লুনার ইনসার্শন' সেরে চাঁদের কক্ষপথের কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান-২। মঙ্গলবার চাঁদের কক্ষপথে প্রবেশ করবে ভারতের দ্বিতীয় চন্দ্রযান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি মাসে ১৪ তারিখ পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথের দিকে যাত্রা শুরু করে চন্দ্রযান-২। ট্রান্স-লুনার বার্নের মাধ্যমে কক্ষপথ বদল শুরু হয়। পৃথিবীকে প্রদক্ষিণের পর্ব শেষে চাঁদের উদ্দেশে আরও বেশ কিছুটা এগিয়ে গেল চন্দ্রযান-২। 


ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিভান জানান, উত্ক্ষেপণের পর থেকে এখনও পর্যন্ত চন্দ্রযান-২-এ কোনও যান্ত্রিক ত্রুটি দেখা যায়নি। পরিকল্পনামাফিকই চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে চন্দ্রযান-২। 


 



চন্দ্রযানের কক্ষপথ পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করেন ডঃ শিভান। সেই ব্যাখ্যা অনুযায়ী, নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিবেগে এগিয়ে যাচ্ছে চন্দ্রযান-২। চাঁদের মহাকর্ষ শক্তির দ্বারা আকর্ষিত হলে তবেই নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করতে পারবে চন্দ্রযান-২। তাই, চাঁদের কক্ষপথের নির্দিষ্ট দূরত্বে পৌঁছনোর পর ধীরে ধীরে কমানো হবে যানের গতিবেগ। সেই উদ্দেশ্যে বিপরীতমুখী বেগ সৃষ্টি করে গতি কমাতে হবে চন্দ্রযান-২-এর। সেটি করতে গেলে চন্দ্রযানের মুখ ১৮০ ডিগ্রি ঘুরিয়ে নিতে হবে। এর পর ইঞ্জিনের থ্রাস্টার জ্বালিয়ে কমানো হবে গতি। 


ডঃ শিভান বলেন, “১৪ অগস্ট দুপুর সাড়ে ৩টে নাগাদ 'ট্রান্স-লুনার ইঞ্জেকশন' নামের ম্যানুভার শুরু করেছে চন্দ্রযান-২। এর মাধ্যমে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদকে প্রদক্ষিণ করার কক্ষপথে পৌঁছে যাওয়া যাবে।” তিনি জানান, চাঁদকে প্রদক্ষিণ করার কক্ষপথে পৌঁছতে প্রায় ৬ দিন সময় নিচ্ছে চন্দ্রযান-২।


চাঁদের কক্ষপথে পৌঁছনোর পর আরও কয়েকবার নির্দিষ্ট সময় অন্তর জ্বলে উঠবে চন্দ্রযান-২-এর ইঞ্জিন। মোট পাঁচটি লুনার বার্নের মাধ্যমে চাঁদের কাছাকাছি পৌঁছে যাবে চন্দ্রযান-২। আগামিকাল ২০ অগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশের পর প্রথম লুনার বার্নে ১২০ কিলোমিটার অনুসূর ও ১৮,০০০ কিলোমিটার অপসূরের কক্ষে স্থাপন করা হবে চন্দ্রযান-২-কে। এর পরে আরও চারটে লুনার বার্নের পর চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরত্বে স্থাপন করা হবে অরবিটারকে।


আরও পড়ুন: প্রয়াত বিহারের তিন বারের মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র, ৩ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা নীতীশের


এর পরেই চন্দ্রযান-২-এর অর্বিটার থেকে বিছিন্ন হবে ল্যান্ডার বিক্রম। বিছিন্ন হওয়ার পর ৩০কিমি X ১০০কিমি কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করবে ল্যান্ডারটি। চাঁদের দক্ষিণ মেরুতে বিশেষ যন্ত্র ব্যবহার করে, সফট ল্যান্ডিং-এর উপযুক্ত জায়গা খুঁজবে বিক্রম। ৭ সেপ্টেম্বর রাত ২টো ৫৮ মিনিটে চাঁদে ল্যান্ড করবে বিক্রম। রকেটের মাধ্যমে ধীরে ধীরে চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং-এর নেমে আসবে বিক্রম। এর পরেই পারিপার্শ্বিক ভূপ্রাকৃতিক পরিস্থিতি বিবেচনা করে বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান।