ওয়েব ডেস্ক: অফিসে বসে কাজ করছেন, হঠাত্ দেখলেন আপনার মোবাইলে চার্জ নেই। ব্যস আর কী, হাতের কাছে ডেটা কেবলটা নিয়ে ফোনের সঙ্গে যুক্ত করেই ল্যাপটপ বা কম্পিউটারে লাগিয়ে নিলেন। আপনি জানেন কী, এতেই আপনি ডেকে একটি মারাত্মক বিপদ। আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে।এমনই দাবি করছে ক্যাসপার্সকি ল্যাব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কম্পিউটারের মাধ্যমে ফোন চার্জে বসালে কী কী তথ্য চুরি যেতে পারে?


ক্যাসপার্সকি জানাচ্ছে, ফোনের নাম, নির্মাতা, সিরিয়াল নম্বর, অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্য, ফাইল সিস্টেম, ইলেকট্রনিক চিপ আইডি সবকিছুই চলে যেতে পারে হ্যাকারদের দখলে। 


কোনদিক দিয়ে সাবধান হতে হবে, জানিয়ে দিচ্ছেন গবেষকরা। 


মোবাইল ফোনকে সব সময় পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। কিংবা ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশনের মতো ব্যবস্থা থাকলে তো কথাই নেই। 


ফোনে সব সময় অ্যান্টি ভাইরাস ইনস্টল করে রাখুন। 


ইউএসবি চার্জিং পয়েন্ট ও  কম্পিউটার কেনার সময় একমাত্র বিশ্বস্ত কোম্পানিরই কিনুন।