জানুন কীভাবে গ্রাহকেরা কোম্পানির ওয়েবসাইট থেকেই জিও ফোনের আপডেট পাবেন
ওয়েব ডেস্ক: এতদিন গ্রাহকদের গাদা গাদা ডেটার অফার দিয়ে এসেছে রিলায়েন্স জিও । এবার শুধু ডেটাই নয়, বিনামূল্যে ৪জি ফিচার ফোন দিচ্ছে তারা। ১৫০০ টাকা জমা রেখে পেয়ে যাবেন সেই ফোন। ফোন ফেরত দিয়ে দিলেই ফেরত পেয়ে যাবেন টাকা। তবে গ্রাহকদের জন্য নতুন সুযোগ জিও –র।
গ্রাহকেরা জিও ফোন সম্পর্কে যা কিছু আপডেট চান, তা আর অন্য কারও উপর ভরসা না করে নিজেরাই পেয়ে যাবেন। কোম্পানির ওয়েবসাইটে সেই সেকশনটি রয়েছে। সেকশনটির নাম keep me posted । ফোনের ছবি দেওয়া থাকবে সেই সেকশনে। মানুষ সেখানে নিজেদের নাম, ফোন নম্বর, ইমেল সাবমিট করে জিও ফোন সংক্রান্ত সমস্ত আপডেট পেতে পারে।