ওয়েব ডেস্ক : কমবেশি আমাদের সবারই প্যান কার্ড রয়েছে। সেই কার্ডে রয়েছে একটি সুনির্দিষ্ট আলফা-নিউমেরিক নাম্বার। যা প্যান নাম্বার। আয়কর দফতর থেকে দেওয়া এই নাম্বার আয়কর বিভাগের কাছে যে কোনও উপার্জনক্ষম ভারতীয়ের পরিচিতি। কিন্তু, প্যান নাম্বার সংক্রান্ত এই তথ্যগুলো হয়তো অনেকেই জানেন না!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) প্যান নাম্বারে লুকিয়ে থাকে আপনার পরিচয়। যার প্রথম তিনটি ক্যারাক্টার হয় A থেকে Z পর্যন্ত যেকোনও তিনটি লেটার।


২) চতুর্থ ক্যারাক্টারটি বোঝায় আপনার স্ট্যাটাস। যেমন, P মানে একক ব্যক্তি, F মানে ফার্ম, C মানে কোম্পানি,  H মানে হিন্দু যৌথ পরিবার, A মানে অ্যাসোসিয়েশন, T মানে ট্রাস্ট, B মানে কোনও একক ব্যক্তিদের সংস্থা,  L মানে স্থানীয় কোনও সংস্থা, G মানে সরকার প্রভৃতি।


৩) পঞ্চম ক্যারাক্টারটি হল প্যান হোল্ডারের টাইটেল বা পদবীর প্রথম লেটারটি।


৪) এরপর চারটি ক্যারাক্টার হল প্যান হোল্ডারের ক্রমিক সংখ্যা।


৫) শেষটি হল অ্যালফাবেটিক চেক ডিজিট। যার মধ্যে থাকে একটি ফর্মুলা, যা দিয়ে যাচাই করে নেওয়া হয় আগের নয়টি ক্যারাক্টার।