ওয়েব ডেস্ক:  সারাদিনের কাজের পর রাত্রি বেলা বাড়ি ফিরে দেখলেন ফোনের চার্জ একদম শেষ। তখন আর বিশেষ দরকার নেই বলে আর চার্জ দিলেন না। শুতে যাওয়ার আগে চার্জে বসিয়ে বালিশের তলে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে তো পড়লেন কিন্তু ঘুম ভেঙে সকালে উঠে এবার যা দেখবেন তা আপনাকে মোটেও নিশ্চিন্তে থাকতে দেবে না। ফোনে চার্জ দেওয়ায় কী এমন ঘটবে?


বালিশের তলায় রেখে চার্জ দেওয়ার ফলে চার্জ হওয়ার পর ফোন অতিরিক্ত গরম হয়ে ফেটে যাবে। এমনকি আগুন ধরে জ্বলে যাবে বালিশও। এই আগুন থেকে ঘটতে পারে বড়সর দুর্ঘটনাও। তাই ফোন কখনি বালিশের তলায় রেখে চার্জ দেওয়া উচিৎ নয়। ফোন চার্জ দেওয়ার ব্যপারে আরও কয়েকটা সাবধানতা নেওয়া দরকার। ব্যাটারি পুরোপুরি ডেড না হওয়া পর্যন্ত যখন তখন চার্জে বসিয়ে দিলেও ঘটতে পারে এমন দুর্ঘটনা।