ওয়েব ডেস্ক: প্রচুর মানুষ অভিযোগ জানাচ্ছেন যে, তাঁদের মোবাইল, কম্পিউটার ফেসবুকের মাধ্যমে ভাইরাস আক্রান্ত হচ্ছে। সম্প্রতি ফেসবুকে এমন একটি ভিডিও আপলোড করা হয়েছে, যা ওপেন করলেই ভাইরাস অ্যাটাক হচ্ছে। আপনিও আপনার ফেসবুকে প্রোফাইলে এমন কোনও ভিডিও পেয়ে থাকেন, তাহলে একদম ক্লিক করে ওপেন করবেন না। আপনার ফোনে ভাইরাস অ্যাটাক হতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওটি একদমই ফিচার্ড ভিডিওর মতো দেখতে। দেখে মন হবে আপনারই কোনও বন্ধু পাঠিয়েছে। কিন্তু আসলে হ্যাকার্সরা আপনার বন্ধুর ছবি নিয়ে সেটাকে ভিডিও বানিয়ে পোস্ট করছে। যা দেখলে আপনার একেবারেই আসল মনে হবে।


কীভাবে ভিডিওটি চিনবেন?


১) RIGVTL1F.LATESTNEWSTODAYS. COM -এই ফাইল ফরম্যাটে ভিডিওটি দেখতে পাবেন।


২) ভিডিওতে আপনার ছবি, আপনার প্রোফাইল ছবি প্রভৃতি ব্যক্তিগত জিনিস থাকতে পারে।


৩) ভিডিওটি আপনার বন্ধুদের ট্যাগ করাও থাকতে পারে।


এরকম কোনও ভিডিও দেখলে সঙ্গে সঙ্গে নিজে ডিলিট করুন। আর বন্ধুদেরও সাবধান করে দিন।


আর যদি আপনি ইতিমধ্যেই ভুলবশত ভিডিওটি ওপেন করে থাকেন, তাহলে কী করবেন?


১) অ্যাক্টিভিটি লগে গিয়ে সব পোস্ট ডিলিট করে দিন।


২) ফেসবুকের সমস্ত অচেনা অ্যাপস ডিলিট করে দিন।


আরও পড়ুন যে তিন নেতাদের কারণে সবথেকে বেশি মানুষ মারা যাচ্ছে রোজ