ওয়েব ডেস্ক : বাজারে আসার আগেই বিপাকে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট। ডেলিভারি দেওয়ার আগেই ধাক্কা খেল বিশ্বের সবচেয়ে কমদামী স্মার্টফোন ফ্রিডম ২৫১। মাত্র ২৫১ টাকায় গ্রাহকদের দেওয়ার কথা ছিল এই মোবাইলটি। কিন্তু তারপর থেকেই নানা বিতর্কে জড়ায় মোবাইলটির প্রস্তুককারী সংস্থা রিংগিং বেলস্। মোবাইলটি বাজারকে আসা নিয়েও তৈরি হয় সংশয়। অবশেষে ঠিক হয় কিছু সমস্যার কথা জানিয়ে প্রথম ডেলিভারি ডেটটি পিছিয়ে দেওয়া হবে। হলোও তাই। অবশেষে ফের ঠিক করা হল খুব অল্প দিনের মধ্যেই ফোনটি ফের বাজারে আসতে চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জানেন কি এই কাজগুলোও আপনি আপনার ফোনে করতে পারেন?


কিন্তু এবারও সেই সমস্যাতেই জেরবার রিংগিং বেলস্। সংস্থার মধ্যেই এব্যাপারে তৈরি হয়েছে দ্বিমত। জোরাল কথা উঠেছে ২৫১ টাকায় মোবাইলটি বিক্রি করা হলে সংস্থার মোবাইল পিছু ক্ষতি হবে ৯০০টাকা করে। কারণ হিসেবে দেখানো হয়েছে ফোনটি তৈরি করতে সংস্থার খরচ পড়ছে আনুমানিক ১২০০টাকা করে। আর সেখানে তা বাজারে ২৫১ টাকায় ছাড়া হলে, তাতে মোবাইল পিছু ক্ষতি ৯০০টাকার। আর তাতেই ফের ফ্রিডম ২৫১ বাজারে আসা নিয়ে ফের দেখা দিল সংশয়।