'Let the world change you...& you can change the world'- The Motorcyle Diaries-এর উক্তি বিশ্ব বিখ্যাত। পৃথিবীর মত করে বাঁচতে হবে, পরিবর্তিত হতে হবে, পৃথিবীকে সেই সুযোগটা দিন। কারণ, আপানার সেই সাহস আছে, আপনি পারেন পৃথিবীর সমস্ত নিয়ম বদলে দিতে। পৃথিবী বদলে যাবে আপনার কথায়। ভ্রমণ, আবিষ্কার আর নিয়ম ভেঙে নিয়ম তৈরির গল্পে আপনার সঙ্গী যদি হয় এক অবলা জীব! কেমন হবে? সুবোধ সরকারের অযান্ত্রিক মনে আছে নিশ্চয়ই। মনে আছে তো, বুড়ো জগদ্দলটার কথা? জড় ও জীবের এমন দোস্তি আর কোথায়? দু'চাকায় সওয়ার হয়ে পৃথিবী ভ্রমণের ইচ্ছে যাদের আছে, আর বিশ্বটাকে শাসন করার সাহস যাদের আছে, কেবল তাঁদের জন্য সময় এসেছে বিপ্লবের। হ্যাঁ। কোনও কথা না ভেবে, একটা গিয়ার আর রকেট গতিতে পাহাড় থেকে সমতল, মালভূমি থেকে বহুতলের সওয়ারি দিতে-রয়েল এনফিল্ড নিয়ে আসছে #EnfieldHimalayan।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৪১০ সিসি। BHP-28-30। সিঙ্গেল সিলিন্ডার বাইক। রয়েল এনফিল্ডের নতুন হিমালয়া মডেলের দাম হবে ১.৬৫ লক্ষ থেকে ১.৮৫ লক্ষ টাকার মধ্যে। কী, তাহলে তৈরি তো? রয়েল এনফিল্ডের রয়েল রাইড নেবেন তো। ধু ধু প্রান্তর, গাড়ির গতির কাটা ১০০ ছুই ছুই কিংবা টপকেছে সেঞ্চুরি, বাঁক নিচ্ছেন ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফর্মুলা ওয়ান না হলেও, নিজের মত করে ফর্মুলা ওয়ান খেললে মন্দ কি?