ওয়েব ডেস্ক: আপনাদের ধারণা, রিলায়েন্স জিও বুঝি শুধুমাত্র 4G নিয়েই কাজ করে। কিন্তু আপনাদের এটা জানা নেই যে, 2G কিংবা 3G ফোনেও আপনারা জিও ব্যবহার করতে পারবেন। জানেন কীভাবে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

jioFi 2 ওয়্যারলেস রাউটারের মাধ্যমে আপনারা 2G-3G স্মার্টফোনেও জিও ব্যবহার করতে পারবেন। কিন্তু কীভাবে jioFi 2 ওয়্যারলেস রাউটারের সঙ্গে আপনারা স্মার্টফোনটিকে সংযোগ করবেন?


HD ভয়েস কল করার জন্য গুগল প্লে স্টোর থেকে Jio4GVoice app ডাউনলোড করুন।


আরও পড়ুন 4G থেকে 5G হয়ে যাচ্ছে জিও!


এবার ওয়াইফাই-র মাধ্যমে jioFi 2 কানেক্ট করুন।


ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটি ওপেন করুন। তারপর বন্ধ করুন। তারপর ফের অ্যাপটি চালান। তারপর জিও জয়েন লোগো বাটনে ক্লিক করুন।


এর মাধ্যমে আপনার ডিভাইসটি jioFi সিমে রেজিস্টার হয়ে যাবে।


এবার আপনার অল্টারনেটিভ ফোন নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটি দিন।


আরও পড়ুন জানেন কী থাকতে চলেছে অ্যাপেল আইফোন ৮-এ?


ডিভাইসটি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আপনার অল্টারনেটিভ নম্বরে একটি মেসেজ আসবে। যেখানে বলা হবে আপনার জিও 4G নম্বরটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে।


এবার জিও জয়েন অ্যাপে টেলি ভেরিফিকেশনের জন্য আপনাকে ১৯৭৭ নম্বরে ফোন করতে হবে। যে যে ডকুমেন্টস আপনি জমা দিয়েছেন, তা সামনে রাখবেন। ভেরিফিকেশনে আপনার জমা দেওয়া ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা প্যান কার্ডের শেষ চারটি ডিজিট জানতে চাওয়া হবে।


ডিজিট ৪টি বলার পরই আপনার জিও সিম কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে।


মনে রাখবেন, জিও জয়েন অ্যাপ সবসময় চালু করে রাখবেন। নাহলে কোনও খোন কিংবা মেসেজ পাবেন না। এবং jioFi হটস্পটটিও চালু রাখতে হবে। হটস্পটের দাম ১ হাজার ৯৯৯ টাকা।