ওয়েব ডেস্ক: গোটা সোশ্যাল বিশ্বের যিনি মাথা খোদ তাঁরই সোশ্যাল অ্যাকাউন্ট কার্যত চুরি হল। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের টুইটার ও পিনটেরেস্ট অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। 'OurMine Team' নামের এক হ্যাকার গ্রুপ এই হ্যাকিংয়ের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছে, জুকেরবার্গের লিঙ্কডিন পাসওয়ার্ড দুর্বল থাকার জন্যই এটা সম্ভব হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ট্যুইটার ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে ‘আওয়ার মাইন টিম’-এর ট্যুইটার অ্যাকাউন্ট৷ তবে নতুন একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে হ্যাকার গোষ্ঠী জানিয়েছেন যে, তাঁরা নিজেদের পুরানো অ্যাকাউন্টটি পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে৷ যদি সেটা সম্ভবপর না হয় তবে নয়া অ্যাকাউন্টটিই তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট হবে৷


লিঙ্কডিন কর্তৃপক্ষে জানিয়েছেন যে, গত মাসে তাদের বেশ কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্ট ডিটেলস ও পাসওয়ার্ড সোশ্যালমিডিয়ায় ছড়িয়ে পড়েছিল৷ কর্তৃপক্ষ সেই বিষয়ে সকল গ্রাহকদের জানিয়েছিলেন ও পাসওয়ার্ড পরিবর্তন করতেও বলেছিলেন৷


গত মাসেই লিঙ্কডিনের উইসারদের অ্যাকাউন্ট ডিটেলস, পাসওয়ার্ড লিক হয়ে যায়। মনে করা হচ্ছে এর মধ্যে জুকেরবার্গের অ্যাকাউন্টওটা ছিল। ফেসবুক দাবি করে তাদের প্রতিষ্ঠাতা-মালিকের অ্যাকাউন্ট হ্যাক করা কার্যত অসম্ভব। ফেসুবকে না হলেও জুকেরবার্গের মত এত বড় ব্যক্তির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়াটায় হতবাক সবাই। এবার সবার প্রশ্ন তাহলে কী সোশ্যাল মিডিয়ায় কারও অ্যাকাউন্টই সুরক্ষিত নয়!