নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে বেশ কিছুক্ষণের জন্য অচল হয়ে গেল ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) এবং হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কাজ করছে না মেসেঞ্জারও। সোমবার ভারতীয় সময় ৯টা নাগাদ হঠাৎ করেই সোশ্যাল সাইটগুলো অকেজ হয়ে যায়। ব্যবহারকারীরা বারবারের চেষ্টাতেও সেগুলো খুলতে পারেননি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একমাত্র মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার (Twitter) কাজ করছে। ফলে সেখানে অসুবিধার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। নানান মন্তব্য ভরে যায় ট্যুইটার (Twitter)। ফেসবুকের (Facebook) তরফে ট্যুইটারে (Twitter) সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফেসবুক (Facebook) কর্তৃপক্ষ। কেন এই সমস্যা? যদিও সেই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। 



সমস্যার কথা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) কর্তৃপক্ষ। সমস্যার সমাধান হলে উপভোক্তাদের আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।



একই বার্তা দিয়েছে ইনস্টাগ্রাম (Instagram) কর্তৃপক্ষও ।



ভারতে প্রায় ৪১০ মিলিয়ন ফেসবুক (Facebook) ইউজার রয়েছে। ভারতে ৫৩০ মিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করেন। ইনস্টাগ্রাম (Instagram)  ব্যবহার করেন ২১০ মিনিয়ন ভারতীয়।