ওয়েব ডেস্কঃ হ্যাপি বার্থডে টু ফেসবুক। দেখতে দেখতেই পার হয়ে গেল অনেকগুলো বছর। সেদিন জন্মানো ফেসবুক আজ ১২ বছরে পা দিল। তাই ফেসবুকের ‘বার্থডে পার্টি’তে আজ তার সব বন্ধুদের নিমন্ত্র্ণ। শুধু নিমন্ত্রণই নয়, সব বন্ধুদের জন্য থাকছে ‘রিটার্ন গিফট’ও। ফেসবুকের জন্মদিনে মার্ক জুকেরবার্গের তরফ থেকে থাকছে ‘রিটার্ন গিফট’ ফ্রেন্ডশিপ কোলাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফেসবুকের জন্মদিনে সব ফেসবুক ব্যবহারকারীদের জন্য উপহার এই ফ্রেন্ডশিপ কোলাজ হলো একটি ভিডিও প্রেজেন্টেশন। ফ্রেন্ডশিপ কোলাজের লিংকে ক্লিক করলেই ওয়ালে পোস্ট করা বিভিন্ন ছবি নিয়ে ফেসবুক বানিয়ে দেবে একটি ভিডিও, ফ্রেন্ডশিপ কোলাজ। প্রাথমিকভাবে ফেসবুক এই ভিডিওর জন্য অটোমেটেড টকনোলজিতে ছবি নির্বাচন করলেও পরে ইউসার তার নিজের পছন্দ মতো ছবি ডিলিট করতে পারেন বা যোগ করতে পারেন।


তবে ফেসবুক অ্যাকাউন্টের মালিক যতক্ষণ না শেয়ার করতে চাইছেন ততক্ষণ এই ভিডিও তিনি ছাড়া আর কেউ দেখতে পাবেন না। ইতিমধ্যেই ফেসবুকের নতুন উপহারে মজে গিয়েছেন বন্ধুরা। বিশ্বজুড়ে চলছে সেলিব্রেশন ‘ফেন্ডস ডে’-র। ফেসবুকের জন্মদিনের এমনই নাম দিয়েছেন জুকেরবার্গ।