নিজস্ব প্রতিবেদন: এবার টাকা পাঠানো ‌যাবে ফেসবুকের মাধ্যমেও। এমনই একটি ফিচার ‌যোগ করার চিন্তাভাবনা করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়। সংবাদ সংস্থার খবর অনু‌যায়ী, পরীক্ষামূলকভাবে ফেসবুক চালু করতে চলেছে ‘রেড এনভেলপ’। এই ফিচারটি ব্যবহার করে টাকা লেনদেন করা ‌যাবে। পাশাপাশি, চালু হচ্ছে আরও একটি ফিচার, ‘ব্রেকিং নিউজ’। এর সাহা‌য্যে মানুষ পেয়ে ‌যাবেন হাতেগরম খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হিমাচলের হাওয়া গরম! 'মাফিয়া রাজ'-এর অবসান চান মোদী


সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী, ওই দুটি ফিচারস নিয়ে এখনও পরীক্ষানিরিক্ষা শুরু করেনি ফেসবুক। তবে ব্রেকিং নিউজ ফিচারটি পরীক্ষামূলকভবে চালু করা হবে। ‘রেড এনভেলপ’ কবে ‌যোগ করা হবে তা নিয়ে এখনও কিছু বলেনি ফেসবুক।


উল্লেখ্য, ফেসবুক তার মেসেঞ্জার অ্যাপ-এ একটি গ্রুপ পেমেন্ট ফিচার ‌যোগ করেছে। ওই ফিচার ব্যবহার করে গ্রুপের মধ্যে টাকা লেনদেন করা ‌যায়।


আরও পড়ুন-নোটবাতিলের দায়িত্ব ছিল ইন্দিরারই: নরেন্দ্র মোদী