ওয়েব ডেস্ক: ঘুরছে তো ঘুরছে। ঘুম পেয়ে যাওয়ার জোগাড়। এরকম তো হওয়ার কথা নয়। আপনার ফোন/ট্যাব/ল্যাপটপে তো ফোর জি কানেকশেনই আছে। তাহলে?আসলে এমন বেশ কিছু ওয়েবসাইট আছে যাতে বিভিন্ন ধরনের ডিজাইনের ফলে এমন ভারী হয়ে যায় যে কুলতে বেশ কিছুটা সময় লাগে। ভিজটারদের তাক লাগানোর জন্য, চমকের জন্য, আকর্ষণের জন্য বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ডিজাইন ব্যবহার করে। তাতেই বাধে সমস্যা। জাভা স্ক্রিপ্ট, সিএসএস সহ নানা জিনিস ব্যবহারের ফলে ওয়েবসাইটি ভারী হয়ে যাওয়ায় খুলতে সময় লাগে। কিন্তু এমন একটা ওয়েবসাইট আছে যা চোখের নিমেষে খুলে যায়। তাই এই ওয়েবসাইটটাকে বলা হয় দুনিয়ার দ্রুততম সাইট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই সেই ওয়েবসাইটটি-এখানে ক্লিক করুন


এই ওয়েবসাইটে কোনওরকম জাভা স্ক্রিপ্ট, সিএসএস বা ডেটাবেস নেই। তাই খুব তাড়াতাড়ি খুলে যায়। তবে এই ওয়েবসাইটটা কেবলই ডেমো। যে কোম্পানি এই ওয়েবসাইটে তৈরি করেছে, তাদের প্রস্তাব তাদের সঙ্গে চুক্তি করলে দ্রুততর ওয়েবসাইট করে দেওয়া হবে। আসলে এখন দুনিয়ায় বহু ওয়েবসাইট। নিউজ থেকে লাইফ স্টাইল। শপিং থেকে ডেটিং। বিভিন্ন স্পেশালিস্ট বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট।


আরও পড়ুন- যে দেশে মহিলারা মহিলাদেরই বিয়ে করেন!


ফলে ওয়েবসাইট গতি হারালেই বিপদ। কাস্টমাররা অন্য প্রতিযোগী ওয়েবসাইটে চলে যাবে। তাই সব ওয়েবসাইটি চায় গতিময় হতে। এই যেমন অ্যামাজনের ওয়েবসাইট নতুনভাবে আসার পর বেশ দ্রুত হয়েছে। মজার কথা হল সমীক্ষায় দেখা গিয়েছে পর্ন সাইটগুলি খুবই ফাস্ট হয়। অন্যদিকে, সবচেয়ে স্লো হয় নিউজ সাইটগুলো।  


আরও পড়ুন- যাদের যৌবন আসে ১০০ বছর বয়েসের পর!


আমাদের ওয়েবসাইটের বিরুদ্ধে যদি ধীর হওয়ার অভিযোগ ওঠে। তাহলে একটা কথাই বলব, সরি। আর...ভাল জিনিস পেতে হলে একটু অপেক্ষা করতে হয়...  তাই না...