নিজস্ব প্রতিবেদন: ভারতীয় গেমারদের জন্য সুখবর। প্রজাতন্ত্র দিবসের দিনেই লঞ্চ হল ফৌজি গেম। যদিও আগেই জানানো হয়েছিল এই খবর। ভারতে তৈরি ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস (FAU-G) গেমটি তৈরি করেছে এনকোর ভিডিয়ো গেমস নামের একটি সংস্থা। ভারতে পাবজি প্রথমবার নিষিদ্ধ হওয়ার পর থেকেই দোলাচলে পড়তে হয় গেমারদের। তবে এবার চিন্তার অবসান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ নিজের টুইটারে FAU-G-র ভিডিয়ো শেয়ার করেলেন অভিনেতা অক্ষয় কুমার। আর এর মাধ্যমেই গেমের উদ্বোধন করলেন তিনি। ট্যুইটারে ভিডিয়ো গেম শেয়ার করে অভিনেতা লিখেছেন 'দেশি পাবজি'।



গেমে কী কী বিশেষত্ব


পাবজি-র অনুকরণ নয়, নির্মাতাদের দাবি ফৌজি একেবারে স্বতন্ত্র ভাবনা থেকে তৈরি
এর বেশিরভাগ গেম এপিসোড শুট হয়েছে লাদাখে
মাল্টিপল প্লেয়ারে খেলার সুযোগ রয়েছে
হাতাহাতি লড়াই, ছুরির লড়াই সহ বিষয়গুলিকে বাড়তি গুরুত্ব দিয়েছে ফৌজি। তবে চেনা যাবতীয় সব যুদ্ধাস্ত্র ব্যবহারের ফিচারটি গেমে থাকছে।
আগে থেকে রেজিস্ট্রেশনের ভিত্তিতে মিলবে খেলার সুযোগ। 


গত নভেম্বর থেকে এই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। জানা গিয়েছে, গত ডিসেম্বরে ২৪ ঘণ্টার মধ্যে ১ কোটি প্রি রেজিস্ট্রার হয়েছে। ইতিমধ্যেই গুগল প্লে স্টোর থেকে অনেকেই এই গেম ডাউনলোড করেছেন। অ্যান্ড্রয়েড এইট বা তার উপরের স্মার্টফোনে মিলবে এই গেম। অ্যান্ড্রয়েড এইটের থেকে পুরনো অপারেটিং সিস্টেম হলে FAU-G খেলা যাবে না। ios ভিত্তিক আইফোন বা আইপ্যাডে রেজিস্ট্রেশন করা যাবে না।