ওয়েব ডেস্ক: স্মার্টফোনের দুনিয়ায় একের পর এক নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে বিভিন্ন মোবাইল কোম্পানি। ওপো , ভিভো , জিওনি , স্যামসঙ রোজ তাদের স্মার্টফোনের ফিচার্সে পরিবর্তন আনছে। পিছিয়ে নেই মাইক্রোম্যাক্সও। সদ্যই মাইক্রোম্যাক্স লঞ্জ করেছে তাদের নতুন স্মার্টফোন মাইক্রোম্যাক্স ক্যানভাস ২। দেখে নিন কী কী ফইচার্স রয়েছে এই ফোনে এবং দামই বা কত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) 2.5D কভারল গ্লাস সঙ্গে Corning Gorilla Glass 5


২) অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেম।


৩) মিডিয়া টেক কোয়াডকোর চিপসেট।


৪) 3,050 mAh ব্যাটারি।


৫) 3GB RAM


৬) 16GB ইন্টারনাল স্টোরেজ।


৭) 64 GB এক্সপ্যান্ডেবল মেমোরি।


৮) ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।


৯) ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।


১০) ফোনটির দাম ১০ হাজার থেকে ১৫ হাজারের মধ্যে।