ওয়েব ডেস্ক : আগামী বছর জানুয়ারি মাস থেকেই গাড়়ির দাম বাড়ছে। দেশের গাড়ি প্রস্তুককারী প্রতিটি বড় সংস্থাই তাদের গাড়ির দাম বাড়াচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিকে দেওয়া ভর্তুকি তুলে নেওয়া হবে। আর তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় ভর্তুকি তুলে নেওয়ার ফলে ছোট থেকে বড় প্রতিটি গাড়ির দামই বাড়তে চলেছে।


আরও পড়ুন- বেতনের টাকা হাতে পাবেন না কর্মীরা!


যদিও, গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাটা মোটর্স, হুন্ডাই মোটর্স, নিসান মোটর্স ইন্ডিয়া, টয়োটা মোটর্স, সেভ্রোলে ইন্ডিয়া-র দাবি বাজারে কাঁচা মালের দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। ভর্তুকি তুলে নেওয়ার ফলে এই দাম বৃদ্ধির কথা তারা সরাসরি মানতে নারাজ হলেও, এটাই যে প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ তা কিন্তু মেনে নিচ্ছে সকলেই।


এই বর্ধিত দাম কার্যকর হলে নতুন গাড়ির দাম ৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে বিভিন্ন সংস্থার ক্ষেত্রে।