COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: বুকিং শুরু হতে না হতেই লক্ষ লক্ষ মানুষ বুকিং করে ফেলেন ফ্রিডম২৫১। আসলে এত কম দামে স্মার্ট ফোন পেলে কেই বা আর সুযোগ ছেড়ে দেবেন বলুন। অনেকেরই বুকিং সফল হয়েছিল। আবার অনেকের হয়নি। যাঁদের বুকিং হয়েছিল এবং যাঁদের টাকাও কেটেছিল তাঁরা এবার টাকা ফেরত পেয়ে যাবেন। এমনটাই জানিয়ে দিল রিংগিং বেলস কোম্পানি।


১৮ জানুয়ারি প্রথম বুকিং শুরু হয় ফ্রিডম২৫১-এর। সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ বুকিং করার চেষ্টা করেন। প্রথম ধাপে ৩০হাজার মানুষের বুকিং সফলভাবে হয়ে যায়। কিন্তু এখন রিংগিং বেলস কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, যখন বুকিং শুরু হয় তখন তো ক্যাশ অন ডেলিভারির অপশন চালু হয়নি। তাই অনেকেরই বুকিংয়ের পর পেমেন্ট হয়ে গিয়েছিল। কিন্তু পরে ক্যাশ অন ডেলিভারি হবে বলে ঘোষণা করে কোম্পানি। তাই প্রথম ৩০ হাজার গ্রাহকের টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে রিংগিং বেলস কোম্পানি।