ওয়েব ডেস্ক : ২৫১ টাকার স্মার্টফোন আর জিও বিপ্লবের জেরে ডেটা যুদ্ধ। ২০১৬-র টেলিকম বাজারটা মূলত দখলে রইল এদরেই। নতুন বছরে এবার কী চমক? কী চমক আসতে চলেছে টেলিকম দুনিয়ায়? নতুন বছর কী কী সিনেমা আসতে চলেছে, তা যেমন উত্সাহের  শেষ থাকে না। তেমনই, টেকনোলজিতে আসতে নতুন কী আসতে চলেছে, তা জানতেও কৌতূহল থাকে সবার। চলুন দেখা যাক-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

- দক্ষিণ কোরিয়ার জায়ান্ট মোবাইল কোম্পানি নতুন বছরে নিয়ে আসতে পারে দুর্দান্ত এক চমক, ফোল্ডেবল ডিভাইস। ফোন থেকে ট্যাব, একঢিলে দুই পাখি। সঙ্গে নিয়ে যাতায়াতের ক্ষেত্রেও চূড়ান্ত সুবিধা।


- গুগল নিয়ে আসবে স্মার্টওয়াচের ৩টি নতুন ভার্সন। সেইসঙ্গে একটি পিক্সেল স্মার্টফোনও।



- কম্পিউটারের সঙ্গে ব্যবহার করতে পারবেন, এরকম VR হেডসেট আসতে পারে বলে খবর।


- স্যামসাং নিয়ে আসছে গ্যালাক্সি নোট ৮। স্যামসাং গ্যালাক্সি ৮-এর ফিচার্স নিয়ে আসল সত্যিটা জেনে নিন


- ফিটবিটের তরফেও থাকছে না চমক।


- ২-১৭-র মার্চে আইকোনিক ভিডিও গেম মেকার নিনটেন্ডো নিয়ে আসতে চলেছে নতুন গেমিং গ্যাজেট।


- ইউনিক গ্লাস ডিজাইনের সঙ্গে আসতে পারে আইফোন ৮। থাকবে LED ডিসপ্লে। তব হোম বাটল থাকবে না। 


আরও পড়ুন, আপনার বাড়িতে বিনামূল্যে জিও সিম পৌঁছে দেবে স্ন্যাপডিল