ওয়েব ডেস্ক: চিনে স্যামসং Galaxy Note 7 স্মার্টফোন নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছে। জানা গিয়েছে চিনে এই ফোনে হঠাত্‌ আগুন লেগে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন বহু মানুষ। কিন্তু এই আগুন লাগার কারণ কী? টেকনোলজি জায়েন্ট স্যামসং ইলেকট্রনিক্স জানিয়েছে যে, ফোনগুলি প্রচন্ড পরিমানে গরম হয়ে যাওয়ার ফলেই এমনটা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এমন মুরগি সম্ভাবত আপনি জীবনে দেখেননি


জানান গিয়েছে, আগুন লাগা ক্ষতিগ্রস্থ ফোনগুলিকে পরীক্ষা করে দেখা গিয়েছে যে, আগুন লাগার কারণ সরাসরি ফোনগুলির ব্যাটারি নয়। তবে কী কারণে ফোনগুলিতে আগুন লেগে যাচ্ছে, তা খতিয়ে দেখছে কোম্পানি। এর কারণে দক্ষিণ কোরিয়া এবং সমস্ত দেশ থেকে Galaxy Note 7 তুলে নিচ্ছে স্যামসং।


আরও পড়ুন এই দুটি স্মার্টফোনকে হ্যাক করতে পারলেই গুগল আপনাকে ১.৩ কোটি টাকা দেবে