নিজস্ব প্রতিবেদন: আইফোনের বিভিন্ন মডেলের উপর পাওয়া যাচ্ছে দারুণ ছাড়। ই-কমার্স পোর্টাল ফ্লিপকার্ট থেকে এখন আইফোন কিনলেই পেয়ে যাবেন ১২ শতাংশ পর্যন্ত ছাড়। তার সঙ্গে আপনার কাছে যদি আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে থাকে, তাহলে আরও ছাড় অপেক্ষা করছে আপনার জন্য। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে পেয়ে যাবেন ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা। এর পাশাপাশি, কয়েকটি নির্দিষ্ট আইফোনের মডেলের উপর নো-কস্ট ইএমআই। এই অফার শুরু হয়েছে ১২ মার্চ থেকে। চলবে ১০ জুন পর্যন্ত। আইফোনের কোন মডেলের উপর কত ছাড় পাবেন, জেনে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) আইফোন এক্স- আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেতে পারেন। এছাড়া, আপনি পুরনো স্মার্টফোনের সঙ্গে এক্সচেঞ্জ অফারও পাবেন।


আরও পড়ুন : সবচেয়ে কম খরচে আনলিমিটেড ডেটা অফার জিও-ভোডাফোনের


২) আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস- দুটি ফোনের ক্ষেত্রেই আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে পেয়ে যাবেন ৮ হাজার টাকা ক্যাশব্যাক।


৩) আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস- দুটি ফোনের ক্ষেত্রেই আপনি পেয়ে যাবেন ৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।


৪) আইফোন 6S এবং 6S প্লাস- দুটি ফোনের ক্ষেত্রেই পেয়ে যাবেন ৩ হাজার টাকা ক্যাশব্যাক।


আরও পড়ুন : দারুণ এক্সচেঞ্জ অফারে জিওমির স্মার্টফোন! কীভাবে পাবেন জানুন