ওয়েব ডেস্ক : পেটিএম করার জন্য এবার আর স্মার্টফোনের দরকার নেই। ইন্টারনেট ছাড়াই আপনি করতে পারবেন পেটিএম। নোট বাতিলের ফলে লোকের হাতে খুচরোর অভাব। মানুষের একমাত্র ভরসা ই-ওয়ালেট। তবে এতদিন ই-ওয়ালেটের জন্য প্রয়োজন ছিল স্মার্টফোন, ইন্টারনেট। এবার পেটিএম নিয়ে এল ইন্টারনেট ছাড়াই পেটিএম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পেটিএম তরফে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। ১৮০০১৮০০১২৩৪, এই নাম্বারে ফোন করে এখন যে কেউ ইন্টারনেট সংযোগ ছাড়াই পেমেন্ট করতে পারবেন। সেইসঙ্গে রিচার্জ করতে পারবেন ফোনও। এরজন্য কোনও স্মার্টফোনেরও প্রয়োজন নেই। দেশের মানুষকে আরও বেশি করে ডিজিটাল ইকোনমিতে অভ্যস্ত করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে, পেটিএম সংস্থার তরফে জানানো হয়েছে।


কীভাবে পাবেন ইন্টারনেট ছাড়াই পেটিএম পরিষেবা?
- প্রথমে আপনার মোবাইল নাম্বারটি পেটিএমের সঙ্গে রেজিস্টার করে নিন।
- আপনার ৪ ডিজিটের পেটিএম পিন সেট করুন
- এবার যাকে টাকা পাঠাবেন তার মোবাইল নাম্বার, টাকার পরিমাণ ও পিন নির্দিষ্ট জায়গায় লিখুন।


পড়ুন, এই অফার আপনার ডেটা চুরির ফাঁদ নয় তো?


নতুন বছরের শুরুতেই জিও-র দুর্দান্ত গিফ্ট!