ওয়েব ডেস্ক: দেখতে দেখতে ১৮ বছর বয়স হয়ে গেল গুগল.কমের। ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন হয় গুগল.কমের। তবে ১৫ সেপ্টেম্বর জন্মদিন উদযাপন করে না গুগল। ২০০৫ সাল পর্যন্ত গুগলের প্রতিষ্ঠা দিবস ৭ সেপ্টেম্বরেই জন্মদিন উদযাপন করতো গুগল.কম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৭ সেপ্টেম্বর চতুর্থ জন্মদিন উদযাপন করেছিল গুগল ডুডল। তবে ১ বছর পর পঞ্চম জন্মদিন উদযাপিত হয় ৮ সেপ্টেম্বর। তারপরের বছর গুগল ডুডল জন্মদিন উদযাপন করে ৭ সেপ্টেম্বর। এরপর সপ্তম জন্মগদিন উদযাপন করা হয়েছিল ২৬ সেপ্টেম্বর। অষ্টম বছর থেকে ২৭ সেপ্টেম্বরকেই জন্মদিন হিসেবে বেছে নিয়েছে গুগল।



১৯৯৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেখা হয়েছিল গুগল প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্জে ব্রিন। ১৯৯৬ সালে ব্যাকরাব নামের একটি সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠা করেন তারা। এই সার্চ ইঞ্জিনই পরে গুগল নামে গুগল নামে প্রতিষ্ঠা লাভ করে।


১৯৯৮ সালের পর থেকে এখনও পর্যন্ত ৫ বার আপডেট করা হয়েছে গুগল.কম।