এখন পন শপে পাওয়া যাচ্ছে গুগল গ্লাস
দারুন চলবে এমনটাই আশা করে গুগল গ্লাস বানায় ইন্টারনেট জায়েন্ট গুগল। কিন্তু বাজারে আসার সঙ্গে সঙ্গেই অস্বাভাবিক রকমের ফ্লপ করে এই গ্লাস। কিন্তু এত প্রোডাক্ট তৈরি করে ফেলেছে। এবার সেই প্রোডাক্টগুলোর কী হবে? গুগলের সেই প্রত্যাশিত প্রোডাক্ট গুগল গ্লাস এখন ক্যালিফোর্নিয়ার পন শপে বিক্রি হচ্ছে।
ওয়েব ডেস্ক: দারুন চলবে এমনটাই আশা করে গুগল গ্লাস বানায় ইন্টারনেট জায়েন্ট গুগল। কিন্তু বাজারে আসার সঙ্গে সঙ্গেই অস্বাভাবিক রকমের ফ্লপ করে এই গ্লাস। কিন্তু এত প্রোডাক্ট তৈরি করে ফেলেছে। এবার সেই প্রোডাক্টগুলোর কী হবে? গুগলের সেই প্রত্যাশিত প্রোডাক্ট গুগল গ্লাস এখন ক্যালিফোর্নিয়ার পন শপে বিক্রি হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার পন শপ বাই সেল লোনে এখন ২০ হাজার ডলারে পাওয়া যাচ্ছে গুগল গ্লাস। কিন্তু অত্যাধুনিক এই চশমা বানানোর সময় গুগল আশা করেছিল যে মানুষ এটি খুবই পছন্দ করবে। কিন্তু পরে এর ঠিক উল্টোটাই হয়। তবে সেই সমস্ত গ্লাস এখন আপনারা চাইলেই কিনতে পারবেন। খরচ হবে মাত্র ২০ হাজার ডলার।