নিজস্ব প্রতিবেদন: রাস্তা-ঘাটে বেরিয়ে সমস্যায় পড়েছেন। পথচলতি মানুষকে জিজ্ঞাসা করেও বুঝতে পারছেন না আপনার গন্তব্যে পৌছবেন কি করে। এ রকম সময়ে অনেকেই তাঁদের ফোনে গুগল ম্যাপস্ অ্যাপ-এ পখনির্দেশ দেখার চেষ্টা করেন। 
কিন্তু গুগল ম্যাপের ব্যবহারকারীরা অনেকই অ্যাপ ঠিকঠাক কাজ না করার অভিযোগ করে থাকেন। ফোনেরই কিছু সাধারণ সেটিংস্-এ গলদের কারণে গুগল ম্যাপস্-এ সঠিকভাবে রাস্তাঘাট দেখায় না। এর ফলে নেভিগেশন-এ সমস্যা হয়। বিভিন্ন কারণে ভুল লোকেশন দেখায় গুগল ম্যাপস্। কম জিপিএস সিগন্যাল, কম্পাস ক্যালিব্রেট করা না থাকা ইত্যাদি কারণে সমস্যা দেখা যেতে পারে অ্যাপে। 
তবে খুব সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব। তবে তার আগে গুগল কিভাবে লোকেশান ট্র্যাক করে জানা প্রয়োজন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ফাদার্স ডে-তে ১০,০০০ টাকার মধ্যেই বাবাকে দিন উপহার



গুগল বিভিন্ন পদ্ধতিতে আপনার ফোনের লোকেশন ট্র্যাক করে থাকে। 


১) জিপিএস- প্রায় ২০টি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ফোনের জিপিএস অবস্থান ট্র্যাক করতে পারে গুগল। 
২) ওয়াই ফাই- ফোন ওয়াই ফাই-এর সঙ্গে যুক্ত থাকলে সেই ওয়াই ফাই-এর লোকেশন থেকে ফোন-এর ওয়াই ফাই লোকেশন ট্র্যাক করতে পারে গুগল ম্যাপস্।
৩) মোবাইল নেটওয়ার্ক- মোবাইল নেটওয়ার্ক-এর অবস্থান থেকেও ফোনের অবস্থান জানতে পারে গুগল ম্যাপস্। 
এই সিগন্যালগুলি কমজোরি হলেই সঠিকভাবে ব্যবহারকারীর লোকেশন বুঝতে পারে না গুগল ম্যাপস্।


এই সমস্যার সমাধান করবেন কি করে?
প্রথম পদ্ধতি:
১) ফোনে গুগল ম্যাপস খুলুন।
২) কম্পাস ক্যালিব্রেট হওকম্পাস ক্যালিব্রেট হওয়া পর্যন্ত ফোনটি 8 এর মতো করে ঘোরান।


দ্বিতীয় পদ্ধতি:


১) অ্যানড্রয়েড ফোনের সেটিংস এ যান।


২) লোকেশান অপশান সেলেক্ট করুন।


৩) লোকেশান সার্ভিসেস বন্ধ করে দিন।


৪) এবার হাই অ্যাকুরেসি অপশান সিলেক্ট করুন।