জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সার্চ বারে ‘ভারত’ লিখে সার্চ করার সময় Google Maps এখন ইন্ডিয়া-র অফিসিয়াল ম্যাপে রিডাইরেক্ট করছে ব্যবহারকারীদের। দেখে মনে হচ্ছে Google ব্যাপকভাবে জনপ্রিয় এবং বৃহত্তম মানচিত্র ডাটাবেসের অভিধানে দেশের অন্য নামটিকেও যুক্ত করেছে। এর মানে হল যে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা সরকারী ভারতীয় মানচিত্র খুঁজতে গুগল ম্যাপে ‘ভারত’ বা ‘ইন্ডিয়া’ দুটি নামই টাইপ করতে পারেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Jio SpaceFiber: নেটদুনিয়ায় ফের বিপ্লব রিলায়েন্সের, চালু জিও স্পেস ফাইবার


G20 নৈশভোজের আমন্ত্রণে ভারত সরকার ‘ইন্ডিয়ার রাষ্ট্রপতি’-র পরিবর্তে ‘ভারতের রাষ্ট্রপতি’ শব্দটি ব্যবহার করার কয়েক সপ্তাহ পরে এই পরিবর্তনগুলি দেখা গিয়েছে। এটি হাইলাইট করে যে ‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’ দুটি নামই দেশের সাংবিধানিকভাবে স্বীকৃত নাম, যা ভারতীয় সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। এখানে বলা হয়েছে, ‘ইন্ডিয়া, অর্থাৎ ভারত, রাজ্যগুলির একটি ইউনিয়ন হবে’।


আরও পড়ুন: Online gaming companies: ১ লক্ষ কোটি টাকার ট্যাক্স! অনলাইন গেমিং কোম্পানিগুলোকে নোটিশ কেন্দ্রের


বিকল্প নাম ব্যবহার নিয়ে দেশে বিতর্কের ঝড় উঠেছিল। কেউ কেউ ধরে নিয়েছিল যে সরকার দেশের সরকারী নাম পরিবর্তন করতে পারে। যদিও, এখনও পর্যন্ত, এই ধরনের কোনও পরিবর্তন ঘটেনি, এবং সরকার এই ধরনের কোনও প্রস্তাবের কথা অস্বীকার করেছে।


২০০৫ সালে শুরু হওয়া Google Maps, সারা বিশ্বের মানুষের জন্য একটি অপরিহার্য হাতিয়ার হয়ে উঠেছে। এটি মানচিত্রের সাধারণ বৈশিষ্ট্যগুলির সঙ্গে শুরু হয়েছিল, কিন্তু বছরের পর বছর ধরে, এটি দিকনির্দেশের ব্যাবস্থার পাশাপাশি আরও অনেক ধরনের কাজের মাধ্যম হিসেবে নিজেকে তুলে ধরেছে। স্ট্রিট ভিউ থেকে শুরু করে রিয়েল-টাইম ট্র্যাফিক আপডেট, Google মানচিত্র আমরা কীভাবে নেভিগেট করার পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)