ওয়েব ডেস্ক: শিরোনামটা পড়েই আপনার চমক লাগতে পারে। কিন্তু এটাই সত্যি। স্মার্টফোন হ্যাকিং করতে পারলেই গুগল আপনাকে এত টাকা দেবে। তবে সমস্ত স্মার্টফোন নয়। নির্দিষ্ট দুটি স্মার্টফোন যদি হ্যাক করতে পারেন, তবেই এই পুরষ্কার পাবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সব হ্যাকিং বেআইনি নয়। তাই গুগল আপনাকে কোটি টাকা রোজগারের সুযোগ দিচ্ছে। সম্প্রতি গুগল 'The Project Zero Prize' কনটেস্ট ঘোষণা করেছে। এই কনটেস্টেই Nexus 6P এবং Nexus 5X স্মার্টফোনদুটিকে হ্যাক করতে পারলেই পুরষ্কারস্বরূপ পাওয়া যাবে ২ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমান ১.৩ কোটি টাকা।


প্রথম পুরষ্কার- ২ লক্ষ ডলার। যিনি প্রথম ওই দুটি স্মার্টফোন হ্যাকিং করতে পারবেন, তিনি পাবেন।


আরও পড়ুন এমন মুরগি সম্ভাবত আপনি জীবনে দেখেননি


দ্বিতীয় পুরষ্কার- ১ লক্ষ ডলার। যিনি দ্বিতীয়বার স্মার্টফোনদুটি হ্যাক করতে পারবেন, তিনি পাবেন।


তৃতীয় পুরষ্কার- ৫০ হাজার ডলার। যিনি তৃতীয়বার পারবেন তিনি পাবেন।


গুগলের এই কনটেস্ট ১৩ সেপ্টেম্বর ২০১৬ থেকে ১৪ মার্চ ২০১৭ পর্যন্ত চলবে।