নিজস্ব প্রতিবেদন: ২২০তম জন্মদিনে মির্জা গালিবেকে মনে করাল গুগলের ডুডল। ডুডলে দেখা যাচ্ছে মুঘল স্থাপত্যের কোনও বাতায়নে পায়চারি করছেন গালিব। পিছনে দেখা যাচ্ছে মসদিদের মিনার। গালিবের মাথায় রয়েছে চিরাচরিত উঁচু টুপি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বিজেপিকে অনুব্রতর বাণ, বীরভূমে ব্রাহ্মণ সমাবেশের আয়োজন করছে তৃণমূল


১৭৯৭ সালের ২৭ ডিসেম্বর মুঘল শাসনে আগরায় রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মেছিলেন গালিব। মাত্র ১১ বছর বয়সে কবিতা চর্চা শুরু করেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে পরিবারের রীতি মেনে তাঁর বিয়ে হয়। বিয়ের পর দিল্লি চলে আসেন গালিব। সেখানেই কাটে তাঁর বাকি জীবন। মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বড় ছেলের কাব্যশিক্ষক হিসাবে নিয়োগ করা হয় তাঁকে। 



১৮৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি দিল্লিতেই মৃত্যু হয় গালিবের। তাঁর কবিতা বিশ্বজুড়ে নানা ভাষায় অনুদিত হয়েছে। তাঁর রচনায় বিরহ ও চিরন্তনতার মিশেল আজও প্রভাবিত করে যুবসমাজকে।