One Nation One Charger: ছোট-বড়-মাঝারি নয়...এবার সব ডিভাইসের জন্য একটাই চার্জার, আসছে নিয়ম!
সূত্রের খবর, সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য একই রকম চার্জারের ব্যবস্থা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শীঘ্রই নাকি এই সংক্রান্ত একটি বিশেষজ্ঞ কমিটিও তৈরি হচ্ছে। গোটা বিষয়টা কীভাবে সম্ভব হবে, ওই কমিটি নাকি আগামী দু`মাসের মধ্যে সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করবে। সূত্রের খবর, সরকার শীঘ্রই `কমন চার্জার পলিসি` বলবৎ করার পক্ষে। অনেকে যাকে `ওয়ান নেশন ওয়ান চার্জার` পলিসির তকমা দিচ্ছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুল-কলেজ-অফিস কিংবা অন্যত্র, আলাদা আলাদা মোবাইল কিংবা ল্যাপটপের জন্য আলাদা আলাদা চার্জার! সাধারণ মানুষের জন্য এটা সত্যিই কষ্টকর। ঝামেলারও বটে! তবে সম্ভবত খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হতে চলেছে।
সূত্রের খবর, সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য একই রকম চার্জারের ব্যবস্থা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শীঘ্রই নাকি এই সংক্রান্ত একটি বিশেষজ্ঞ কমিটিও তৈরি হচ্ছে। গোটা বিষয়টা কীভাবে সম্ভব হবে, ওই কমিটি নাকি আগামী দু'মাসের মধ্যে সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করবে। সূত্রের খবর, সরকার শীঘ্রই 'কমন চার্জার পলিসি' বলবৎ করার পক্ষে। অনেকে যাকে 'ওয়ান নেশন ওয়ান চার্জার' পলিসির তকমা দিচ্ছেন।
কী এই 'ওয়ান নেশন ওয়ান চার্জার' পলিসি?
এই পলিসি অনুযায়ী সমস্ত ধরনের ইলেকট্রনিক্স সরঞ্জাম, যা চার্জে চলে, তারজন্য আর আলাদা আলাদা চার্জারের প্রয়োজন নেই। এক ধরনের চার্জারেই ওই সমস্ত সরঞ্জাম চার্জ দেওয়া সম্ভব হবে। ফলে একটাই চার্জারে স্মার্ট ফোন, ল্যাপটপ, ট্যাবলেট-সহ অন্যান্য ইলেকট্রনিক্স সরঞ্জাম চার্জ দেওয়া যাবে। এই 'ওয়ান নেশন ওয়ান চার্জার' পলিসি প্রয়োগের আগে ভারতে মোবাইল ফোন বিক্রি করে যে যে সংস্থা তাঁদের সঙ্গে একটা বৈঠকও করেছে সরকার। যদি সত্যিই এই পলিসি প্রয়োগ করা যায় তবে তা চার্জার নষ্ট হওয়ার হার বিপুল পরিমাণে কমিয়ে দেবে বলেই বিশেষজ্ঞদের মত।