নিজস্ব প্রতিবেদন: নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনার আর্থিক লেনদেন সংক্রান্ত যে কোনও ক্ষেত্রে প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক। আমরা প্রায় সকলেই প্যান কার্ডের গুরুত্ব সম্পর্কে অবগত। কিন্তু যদি প্যান কার্ডের ঠিকানা বা ওই সংক্রান্ত কোনও তথ্য পরিবর্তন করতে হয়, সে ক্ষেত্রে তার পদ্ধতি কি জানা আছে? আসুন জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপনার প্যান কার্ডের ঠিকানা প্রয়োজন পড়লে পরিবর্তন করা যায়। এনএসডিএল (NSDL)-এর অনলাইন ডেটাবেসে থাকা দশ সংখ্যার নির্দিষ্ট প্যান নম্বরের সঙ্গে যুক্ত ঠিকানা, ছবি-ইত্যাদি পরিবর্তন করা যায়। এর জন্য প্রথমে এনএসডিএল (NSDL)-এর ওয়েবসাইটে গিয়ে তথ্য পরিবর্তনের আবেদন জানাতে হবে। এর পর আবেদনকারীকে জানাতে হবে, তিনি যে নতুন ঠিকানাটি দিচ্ছেন সেটি তাঁর বাড়ির না অফিসের। এর পর নির্দিষ্ট স্থানে নির্দেশ মেনে নতুন ঠিকানা সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দিতে হবে।


আরও পড়ুন: আপনার ফোনে কি কেউ আড়ি পাতছে? কী করে বুঝবেন, জেনে নিন


এর পরই দিতে হবে নতুন ঠিকানার প্রমাণপত্র। দিতে হবে আফনার নতুন ছবিও। ওয়েবসাইটের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে ওই সব নথিগুলি। এই পদ্ধতিতে ঠিকানার পরিবর্তন করা ছাড়াও যুক্ত করা যাবে নতুন ঠিকানাও। এ ছাড়াও আপনার ঠিকানা পরিবর্তনের জন্য যাবতীয় নথিপত্র ডাক যোগে পাঠিয়ে দিতে পারেন এই ঠিকানায়: Income Tax PAN services unit (Managed by NSDL e-Governance Infrastructure Limited), 5th Floor, Mantri Sterling, Plot No. 341, Survey No. 997/8, Model Colony, Near Deep Bungalow Chowk, Pune - 411 016